শুক্রবার , ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ১ রমজান ১৪৪৪ হিজিরী

আন্তর্জাতিক সংবাদ

পেরুতে আতশবাজির কারখানায় আগুন, নিহত ৫

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১১:১৩ এএম

লাতিন দেশ পেরুতে একটি আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজধানী লিমায় হয় এ দুর্ঘটনা। শনিবার (২৩ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস বিভাগ। খবর আমেরিকান পোস্টের।
স্থানীয়রা জানায়, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ পান তারা। এরপরই আগুন ধরে যায় ভবনে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে একের পর এক বিস্ফোরণে বেগ পেতে হয় দমকল কর্মীদের। কয়েক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভেতর থেকে বের করে আনা হয় দগ্ধদের। আরও বিস্ফোরণ ঠেকাতে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সংযোগ।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, প্রশাসনের অনুমতি ছাড়াই ভবনটির একটি রুমে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল আতশবাজির কারখানা। এ ঘটনায় আশপাশের বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। সূত্র : আমেরিকান পোস্ট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন