শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চুয়াডাঙ্গার পেয়ারাতলায় চালকলের চুলার আগুনে ঝলসে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ৩:০৪ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের পেয়ারাতলায় একটি চালকলের জ্বলন্ত উত্তপ্ত চুলা ধ্বসে সেই আগুনে ঝলসে ফয়সাল হোসেন (২২) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। আজ রবিবার দুপুর পৌনে ১২টার সময় মা-বাবা এগ্রো ফুড নামের একটি চালকলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল হোসেন জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং মা-বাবা এগ্রো ফুডের শ্রমিক।
প্রত্যক্ষদর্শী রাকিব হাসান জানান, শ্রমিক ফয়সাল হোসেন এদিন বেলা পৌনে ১২ টার সময় মা-বাবা এগ্রো ফুডের জ্বলন্ত চুলা মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই চুলাটি ভেঙ্গে গেলে ওই আগুনে সে ঝলসে ঘটনাস্থলেই মারা যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, চালকলের জ্বলন্ত চুলা মেরামত করতে গিয়ে সেখানকার তপ্ত ইটে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ দিয়ে দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন