কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা শহরের দক্ষিণ রুমালিয়ারছরা বাছামিয়ার ঘোনা এলাকা থেকে দুইটি দেশীয় বন্দুক ও এক পলাতক আসামীকে গ্রেপ্তার করে।
জানা যায়, রোববার সাড়ে তিনটায়
স্থানীয় জনসাধারণের সহায়তায় আসামী শহিদুল ইসলাম (২০) পিতা আকবর সাং পাহারতলী থানা ও জেলা কক্সবাজার কে গ্রেফতার করে পুলিশ। এসময় তার হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক আসামি শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার সঙ্গে থাকা দলের আরেকজন সদস্যর নিকট আরেকটা আগ্নেয়াস্ত্র ছিল যা আশেপাশে কোথাও ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি করে আরেকটি এলজি বন্দুক উদ্ধার করে স্থানীয় জনসাধারণের সম্মুখে জব্দ তালিকা তৈরি করা হয়।
আরো জানা গেছে, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বদলী হয়ে চলে যাওয়ার শেষ কর্মদিবসে এক অভিযানে এই অস্ত্র উদ্ধার ও পলাতক আসামী গ্রেপ্তার করে।
মন্তব্য করুন