বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে চাষকৃত বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় ওই পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলে দুষ্কৃতকারীর।
ভুক্তভোগী পুকুর মালিক মো. সিদ্দিকুর রহমান মোল্লা জানান, সকাল ৬টার দিকে পুকুর পাড়ে গিয়ে দেখতে পাই পুকুরে চাষকৃত বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ মরে ভেসে উঠছে। তার ধারণা একই ইউনিয়নের আজিমপুর বাজারের তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও লুট করার অভিযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা তার সাথে শত্রুতা করে আর্থিক ক্ষতি করার জন্য পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলছে। বিষ প্রয়োগের ফলে তার পুকুরের প্রায় ২ শত মন বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে তার ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন