শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ অটোরিকশা অপসারণ শুরু

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৫:৪০ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে শৃংখলা ফেরাতে ও দুর্ভোগ দূর করতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে চলাচলকারী অবৈধ অটোরিকশা অপসারণ অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার সকাল থেকে উপজেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুরসহ মহাসড়কের কয়েকটি স্থানে এ অভিযান চালানো হয়। গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশ নেয় কালিয়াকৈর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশও। অভিযানের প্রথম দিনে মহাসড়কে অবৈধভাবে চলাচলরত শতাধিক অটোরিকশা জব্দ করা হয়।
পর্যায়ক্রমে মহাসড়কে চলাচলকারী এসব অটোরিকশা অপসারণ হলে দুর্ঘটনা ও যানজটের ভোগান্তি নিরসন হবে বলে দাবী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ করতে আমরা অভিযানে নেমেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন