আমাদের দেশের বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানে অভিযোগ বক্স নামে একটি বক্স দেয়া থাকে। যেখানে জনকল্যাণের জন্য জনগণ তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে অভিযোগ করেন। অভিযোগ এজন্য করা হয় যাতে করে জনগণ ঐ সংস্থা, প্রতিষ্ঠান থেকে তাদের সমস্যাগুকে সমাধান করতে পারে। কিন্তু উল্টো আজ এই অভিযোগ বক্সের থেকেই অভিযোগ শুনতে হয়। দেশের বিভিন্ন সেক্টরে দেখা যায়, বছরের পর বছর চলে যায় কিন্তু অভিযোগ বক্সকে খুলে দেখা হয় না। এমনকি কোনো কোনো অভিযোগ বক্স আজ ডাস্টবিনে পরিণত হয়েছে। আমি তিন বছর আগে একটি প্রতিষ্ঠানে অভিযোগ বক্সে অভিযোগ করেছিলাম কিন্তু আজও সেটা সেভাবেই পড়ে আছে, আমি যেভাবে রেখেছিলাম। আশা করি, এ বিষয়ে সংশ্লিষ্টরা নজরদারি করবেন।
আব্দুল হামীদ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন