শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

সামনের বছরই নতুন ‘আই৩’

শিবলু | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

২০১৭ সালেই গাড়ি নির্মাতা জার্মান প্রতিষ্ঠান বিএমডাব্লিউর বৈদ্যুতিক গাড়ি আই৩-র নতুন সংস্করণ উন্মোচনের কথা জানা গেছে। প্রতিষ্ঠানের এক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, নতুন ডিজাইন এবং আগের চেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারি নিয়ে গাড়িটি বাজারে আনা হবে। প্রথমবার উন্মোচনের পরই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই হাইব্রিড গাড়ি। ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত আই৩ সবেচেয়ে কম জ্বালানী খরচকারী গাড়ি হিসেবে পরিচিত ছিল। চলতি বছর জুলাইয়ে ২০১৭ মডেলের আই৩ উন্মোচন করা হয়। আগের সংস্কণের তুলনায় এর ব্যাটারির ক্ষমতা ৫০ শতাংশ বেশি ছিল। ২০১৭ সালেই আই৩ গাড়ির আরেকটি সংস্করণ বের করার কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে গাড়ির সামনের নকশা পরিবর্তনের কথা বলা হচ্ছে। আর ব্যাটারির ক্ষমতা আরও বাড়ানো হতে পারে। যার ফলে একবার পূর্ণ চার্জে গাড়িটি তিনশ’ কিলোমিটার চলতে পারবে। তবে, নথিতে বলা হয়েছে ব্যাটারির ক্ষমতা বৃদ্ধি ৫০ শতাংশের নিচে হবে। এ বিষয়ে জানতে বিএমডাব্লিউ-এর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ২০১৫ সালে ২৫ হাজার আই৩ বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন