শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বাড়ির ছাদে বাগানের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বায়ুতে কার্বন ডাই অক্সাইড কমাতে এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে বাড়ির ছাদে বাগান করেছেন রাজধানীর এমন ১০ মালিককে গ্রিন অ্যাওয়ার্ড দেবে সবুজ ঢাকা নামে একটি পরিবেশবাদী সংগঠন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
আয়োজকরা জানান, ঢাকা শহরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি। গাছগাছালিও পর্যাপ্ত নেই। এছাড়া পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বায়ুমÐলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি।
তারা বলেন, ঢাকায় কীভাবে এটা কমিয়ে ভারসাম্য রাখা যায় এবং সুস্থ স্বাভাবিক জীবন অতিবাহিত করা যায় সেই পরিকল্পনা থেকেই আমরা (সবুজ ঢাকা) সবাইকে ছাদ বাগানে আগ্রহী করছি। প্রতি বাড়িতে একটি করে ছাদ বাগান হলে ঢাকা শহরের তাপমাত্রা ভারসাম্যের মধ্যে থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সবুজ ঢাকার পক্ষ থেকে বিজয়ী মালিকদের সার্টিফিকেট, ক্রেস্ট প্রদান ছাড়াও তার বাড়ির হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ মওকুফ এবং বাগান পরিচর্চা বাবদ এক বছরের জন্য ১ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া ছাদ বাগানকারী মালিক সবুজ ঢাকার সঙ্গে নিবন্ধিত হলে তাদের বিনামূল্যে গাছের চারা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সবুজ ঢাকার উপদেষ্টা প্রীতি চক্রবর্তী, শাখাওয়াত হোসেন, চেয়ারম্যান রুপাই ইসলাম, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা রাজ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন