শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিপিসি’র প্রধান কার্যালয় ঘেরাও

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গতকাল (সোমবার) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চট্টগ্রামস্থ প্রধান কার্যালয় ঘেরাও করেছে অয়েল এন্ড গ্যাস ওয়াকার্স ফেডারেশন। ঘেরাও উপলক্ষে ফেডারেশন সভাপতি মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন আহমদ শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অয়েল এন্ড গ্যাস ওয়াকার্স ফেডারেশনের মহাসচিব ও যমুনা অয়েল কোম্পানি সিবিএ’র সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব, ফেডারেশন নেতা সাদিকুর রহমান, মোহাম্মদ এয়াকুব প্রমুখ।
ঘেরাও সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তেল সেক্টরের শ্রমিক-কর্মচারীদের প্রাণের দাবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দুই মাস ধরে আন্দোলন সংগ্রাম চলছে। কিন্তু বিপিসি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এখনও তেল সেক্টরে পে-স্কেল বাস্তবায়ন করা হচ্ছে না। তারা অবিলম্বে তেল সেক্টরের শ্রমিক-কর্মচারীদের বেতন-বৈষম্য নিরসন করে দ্রæত পে-স্কেল প্রদানের দাবি জানিয়ে বলেন, অন্যথায় তেল সেক্টর অচলসহ যে কোন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তেল সেক্টরের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘেরাও কর্মসূচি পালনকালে পদ্মা-মেঘনা-যমুনা-ইস্টার্ন রিফাইনারি-এলপিজি-বিপিসি’র বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন