২০০৮ সাল থেকে এ পর্যন্ত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সম্পদের পরিমাণ বেড়েছে ৮৩ লাখ টাকা। গকতাল সোমবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী নিজ দফতরে বসে অনলাইনে আয়কর বিবরণী আনুষ্ঠানিকভাবে জমা দেয়ার সময় মন্ত্রী এ তথ্য জানান। এ সময় অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরে আয়কর দিলেন দুই লাখ ১২ হাজার ৬১১ টাকা আয়কর দিয়েছেন।
তিনি জানান, ২০০৮ সালের ৩০ জুন দায়িত্ব নেয়ার সময় তার মোট সম্পদের পরিমাণ ছিল এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৬ টাকার। আর ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় এক কোটি ৯৮ লাখ ১৪ হাজার ৮৬ টাকায়। এই আট বছর তার মোট সম্পদ বেড়ে ৮৩ লাখ ৫৮ হাজার ৫০ টাকার। এ ছাড়া গত ৮ বছরে (২০০৮-১৬) তিনি আয় করেছেন তিন কোটি তিন লাখ ৪২ হাজার ৭৪০ টাকা। এ সময়ে তার আয় বেড়েছে ৮২ লাখ ৫৮ হাজার ৫০ টাকা।
মন্ত্রীদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করা উচিত কি নাÑ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রীদের সম্পদ এবং আয়করের হিসাব জনসমক্ষে দেয়া-না দেয়া ব্যক্তিগত বিষয়। প্রত্যেক মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে প্রতি বছর তার সম্পদের হিসাব দেন। তিনি আরো বলেন, ট্যাক্স দিতে মানুষকে উদ্বুদ্ধ করতেই জনসম্মুখে আমি আমার সম্পদের হিসাব দেই। দেশের বর্তমানে রাজস্ব আদায়ের পরিমাণ ভালো। অথনৈতিক সূচকও উন্নতি দিকে। দেশে শান্তি বিরাজমান। দেশের মানুষ সবাই সামনের দিকে এগুচ্ছে। মন্ত্রীর আয়কর দেয়ার সময় সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুল রহমান উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন