টঙ্গী সংবাদদাতা : টঙ্গীতে ঐতিহ্যবাহী বলেশ্বর নামে একটি সরকারী খাস দিঘী রক্ষার দাবিতে সাতরং সামাজিক সেবা সংগঠনের উদ্যোগে লাগাতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
টঙ্গীর খাঁপাড়া এলাকায় একটি অসাধু চক্র প্রায় ৪ একর সরকারি খাস দিঘী অবৈধভাবে দখলে নিয়ে মাটি ভরাট করে তৈরী করছে নানা রকম স্থাপনা। এসব স্থাপনায় চলছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। এ নিয়ে এলাকাবাসী ও স্থানীয় বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা চলিয়ে যাচ্ছে লাগাতার উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এসব আন্দোলনে নেতৃত্ব দেন সাবেক কাউন্সিলর নাসিরউদ্দিন মোল্যা, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষক ইউসুফ খাঁন, কাদির খান, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, সাতরং সামাজিক সেবা সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন রুমেলসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা দাবি করেন, সরকারি ডিসি খতিয়ানের খাস দিঘীটি ভাওয়াল স্টেটের নামে ভূয়া দলিল বানিয়ে অবৈধ দখলদার ও অসাধু চক্রের হাত থেকে মুক্ত করে সাধারণ জনগণের সুবিধার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানান। এছাড়া গত শুক্রবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর ২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজকে অনুলিপি দিয়ে সাতরং সামাজিক সেবা সংগঠন গাজীপুর জেলা প্রশাসক বরাবর দিঘীটি উদ্ধারের জন্য আবেদন পেশ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন