গাজীপুরের কালিয়াকৈরে চাপাইয় ইউনিয়নে আলোয়া বিলে অভিযান চালিয়ে অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করে। পরে সেই অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার বড়ইবাড়ী এলাকায় মঙ্গলবার সকালে মৎস্য অফিসের উদ্যোগে আলোয়া বিলে অভিযান চালিয়ে ৫০টি চায়না জাল ও ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেই অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অবৈধ এ জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ, উপজেলা ক্ষেত্র সম্পসারণ কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহম্মদ,অফিস সহকারী জুয়েল রানা, কালিয়াকৈর থানার (এসআই) আলাউদ্দিন সহ প্রশাসন ও মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন