পিরোজপুরের ইন্দুরকানীতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী সেলিম খান (৬৭) ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২৫শে জুলাই) সন্ধ্যায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। সেলিম খান উপজেলার পাড়েরহাটের বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ খানের ছেলে।
স্বজনরা জানান, সেলিম খান দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিল। সে গত এক সপ্তাহ ধরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। দুদিন ধরে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সোমবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে মারা যায়। মঙ্গলবার দুপুরে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন