শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ড্রোন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ৭:৩৮ পিএম

 ইরানের সামরিক শক্তিতে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। বছরের পর বছর কঠোর প্রচেষ্টার পর দেশটি এখন অত্যাধুনিক ড্রোন তৈরির প্রক্রিয়া আয়ত্ত করেছে।

ইরানের ড্রোন সক্ষমতা নতুন কিছু নয়। গত এক দশকে ইরান তার দেশীয় বিজ্ঞানীদের আশির্বাদে সম্পূর্ণ পরিসরের যুদ্ধ, পুনরুদ্ধার এবং নজরদারি ড্রোন তৈরি করতে সফল হয়েছে। এক্ষেত্রে সর্বশেষ বড় অর্জন এই মাসের শুরুতে উন্মোচন করা হয়।

ইরানি সামরিক বাহিনীর নৌবাহিনী দেশটির প্রথম ড্রোন ক্যারিয়ারের উদ্বোধন করে। নতুন এসব অর্জনের মধ্যে সেনাবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ইরানী বিশেষজ্ঞদের উৎপাদিত বিভিন্ন ধরণের আধুনিক এবং উন্নত ধরণের ড্রোন রয়েছে।

ড্রোন ইরানের শক্তিকে দ্রুতগতিতে বাড়িয়ে চলেছে। সপ্তাহ দুয়েক আগে একজন আইনপ্রণেতা বলেন, ইরানের ড্রোন সক্ষমতা ইরান এবং প্রতিরোধ অক্ষের শক্তি বাড়িয়েছে।

সূত্র: মেহর নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ ২৭ জুলাই, ২০২২, ৪:৪১ এএম says : 0
যারা যে ভাবে নিরীহ মানুষদের কে হত্যা করে তাদের কে একই ভাবে সেই স্হানে হত্যা করার আদেশ আল্লাহর কোন মানুষের না ,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন