শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কমিশন রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না: সিইসি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১:১৬ পিএম

ভোট নিয়ে কমিশনের চেয়ে রাজনীতিবিদদের দায়িত্ব বেশি এমন দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের ১০ দিনে গণফোরামের সঙ্গে বসে ইসি। এসময় সিইসি এ কথা বলেন।

দলটির নির্বাহী সভাপতি মোকাব্বির খান নেতৃত্বে ১০ জন সদস্য সংলাপে অংশ নেন। তারাও অন্য দলগুলোর মতো লিখিত বেশ কিছু প্রস্তাব দেয়।

সিইসি বলেন, নির্বাচনে মাঠে সব রাজনীতি দল সক্রিয় থাকলে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

কাজী হাবিবুল বলেন, নির্বাচনে মনস্তাত্ত্বিক দৈনতা দূর করে সহনশীলতা জাগ্রত করতে হবে। রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করা লালন করা ইসির কাজ নয়, এটা রাজনৈতিক দলগুলোকেই করতে হবে।

গণফোরাম নির্বাচনে ইভিএমের বিপক্ষে জানিয়ে তারা নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রবর্তন, ইসিকে বিচারিক ক্ষমতা দেওয়া, সর্বদলীয় পর্যবেক্ষক দল গঠন ও তালিকা তৈরি করে রাজনৈতিক দলের কাছে পাঠানোর প্রস্তাব দিয়েছে।

এছাড়াও আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের তালিকা নির্বাচনের এক মাস আগে প্রকাশ ও স্বচ্ছ ব্যালট বক্সও চায় গণফোরাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন