রাজনৈতিক দলের সঙ্গে ডাকা সংলাপের দশম দিনেও যাচ্ছে না একটি দল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সংলাপে না গেলেও গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও তরিকতে ফেডারেশন অংশ নেবে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে এ সংলাপ হবে।
ইসির জনসংযোগ বিভাগ থেকে জানিয়েছে, সিপিবি এ সংলাপ বর্জন করলেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকি তিনটি দল ইসির ডাকে সাড়া দিয়েছে। গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও তরিকতে ফেডারেশন আসবে।
জানা গেছে, গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের নেতৃত্বে ১০ জন এ সংলাপে অংশ নেবেন। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গাণির নেতৃত্বে ১০ জন সদস্য আসবেন। এ ছাড়া বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে ১২ জন সদস্য অংশ নেওয়ার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন