যশোর বাস মালিক সমিতির নির্বাচনে বদরুজ্জামান বাবলু ১০১ ভোট পেয়ে সভাপতি ও আরিফ চাকলাদার ৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোট গননা শেষে সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ভোটের লড়াইয়ে নেমেছিলেন ২১ প্রার্থী। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা হয়। জেলা প্রশাসন ও পুলিশের যৌথ ব্যবস্থাপনায় নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহ্ক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে বদরুজ্জামান বাবলু বাস প্রতীকে ভোট পেয়েছেন ১০১টি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আব্দুর রহমান কিনা উড়োজাহাজ প্রতিকে পেয়েছেন মাত্র ২২টি। ৩টি সহ-সভাপতি পদে সরোয়ার হোসে, মোহন লাল কুন্ডু, দৌলত হোসেন হান্নান বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে এএসএম আরিফ চাকলাদার দোয়াত কলম প্রতিক নিয়ে ৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার অপর দুই প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান গরুর গাড়ি প্রতিকে পেয়েছেন ৪২ ও আরিফুল ইসলাম বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ ভোট। ১টি যুগ্ম সম্পাদক পদে বদরুজ্জামান ৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বিশ্বজিৎ ঘোষ পেয়েছেন ৫১ ভোট। ১টি সহ-সাধারণ সম্পাদক পদে শেখ জালাল উদ্দীন ৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি সাফায়েতুল ইসলাম পেয়েছেন ৪০ ভোট। কোষাধ্যক্ষের একটি পদে মাসুম হোসেন ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি আব্দুর রহিম মনা পেয়েছেন ৩০ ভোট। ১টি ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে অসিম কুমার দত্ত ৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বি মেহেদী হাসান হিরু পেয়েছেন ৪৫ ভোট। ২টি কার্যকরী সদস্যে সোহাগ রানা ৭৬ ও এনামুল হক ৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে অপর প্রার্থী মুন্না হোসেন পেয়েছেন ৫৩ ভোট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন