যশোর রেলওয়ে জংশনে তেলবাহী ট্যাংকার লাইনচ্যূত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর খুলনার সাথে সারাদেশের রেলযোগাযোগ ঘন্টা খানিক বিচ্ছিন্ন থাকার স্বাভাবিক হয়।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, যশোর রেলওয়ে জংশনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রেলওয়ের তেলবাহী ট্যাংকারের একটি খালি বগি লাইনচ্যূত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর রেলওয়ে জংশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। তবে জংশনের এক নম্বর লাইনটি চালু করে কপোতাক্ষ এক্সপ্রেসকে খুলনার দিকে পাঠিয়ে রেল যোগাযোগ চালু করা হলে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন