মাদক একটি মারাত্মক ক্ষতিকর জিনিস। মাদকাসক্ত হয়ে বর্তমান হাজারো শিশু- কিশোর, যুবক-যুবতী অন্ধকার জগতে পৌঁছে যাচ্ছে। তারা বর্তমান উন্মাদ-পাগল প্রায়। কিন্তু এর সত্যিকার প্রতিকার কী? কীভাবে এর থেকে যুব সমাজকে রক্ষা করা যাবে? সমাজকে মাদক মুক্ত করা যাবে? এ বিষয়ে আমাদের আরো সচেতনতা বাড়াতে হবে। কীভাবে যুব সমাজ মাদকের নিকটবর্তী হচ্ছে সে সম্পর্কে জানতে হবে। সে সকল মাধ্যম বন্ধে তৎপর হতে হবে। যাতে যুব সমাজ অতি সহজেই মাদক হাতের নাগালে না পায়। আমাদের বিভিন্ন দায়িত্বশীল মহলে সচেতনতা বাড়াতে হবে। অভিভাবকগণ নিজের সন্তানদের দিকে নজর রাখতে হবে। শিক্ষক/শিক্ষিকাগণ ছাত্রদের দিকে নজর রাখতে হবে। পুলিশ-প্রশাসনকে তাদের আইনি তৎপরতা বাড়াতে হবে। এভাবে সবাই সচেতন হলে, সহজে সমাজকে মাদকমুক্ত করা যাবে। তাই দায়িত্বশীল ব্যক্তিবর্গ আরো সচেতন হোন, মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হোন।
আটঘরিয়া, পাবনা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন