স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগে দায়ের করা দুটি মামলায় ছয় মাসের অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম মনিরুজ্জামান কবির। এ বিষয়ে মির্জা আব্বাসের আইনজীবী সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের জানান, নাশকতার দুটি মামলায় মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন আদালত। দুদকের করা আরেকটি মামলায় হাইকোর্ট জামিন আবেদন বিবেচনাধীন থাকায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন