শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দেশের রাজনীতি ব্যবসা বাণিজ্য মাফিয়াদের কাছে জিম্মি বাংলাদেশ ইসলামী ঐক্য জোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ৯:২১ পিএম

দেশের রাজনীতি ব্যবসা-বাণিজ্য শিক্ষা মাফিয়াদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সত্য প্রকাশে মানুষ হিম্মত হারা হয়ে যাচ্ছে। মাফিয়া চক্র সরকার ও বিরোধী দলে সমানভাবে অবস্থান নিয়েছে। এই শয়তানি চক্রের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। দেশের সম্পদ সুষম বন্টনের মাধ্যমে দেশের সকল মানুষের চাহিদা মেটাতে হবে। আজ শুক্রবার বিকেলে মুগদা মেডিসিন মার্কেট অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট ঢাকা মহানগরী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের মহাসচিব সায়খুল হাদীস আল্লামা মনিরুজ্জামান রব্বানী, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজা জুলকার নাঈম ডালিম,ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন জামান, আলহাজ মাওলানা আবু হানিফ, মাওলানা নূরুল আমিন নূরী, আলহাজ আসাদুজ্জামান খান, মুফতি বোরহান উদ্দিন আল আজিজী, মুফতি তাজুল ইসলাম, মাওলানা ইউসুফ সিদ্দিকী, ক্বারী সালামত উল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম হাসান ও আমজাদ হোসেন। আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অনেক দূর্বলতা রয়েছে। তিনি সকল রাজনৈতিক দলগুলো নিয়ে নতুনভাবে প্রেসিডেন্টকে সংলাপ শুরু করার অনুরোধ জানান। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব সঙ্কট তীব্র হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে বাংলাদেশকে সঙ্কট মোকাবেলায় প্রস্তুত থাকার ওপরগুরুত্বারোপ করেন। তিনি কারাবন্দি নির্দোষ আলেম ওলামাদের দ্রæত মুক্তির দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন