শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার জন্য ১৯৫৬ সালের সংবিধানের পুন:প্রবর্তন আবশ্যক : ইসলামী ঐক্যজোট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ৫:৪৪ পিএম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্টেও এডভোকেট মাওলানা আব্দুর রকিব এবং মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান আজ (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার এক বিবৃতিতে উল্লেখ করেন, ১৯৫৬ সালের সংবিধান আওয়ামীলীগ, কেএসপি ও নেজামে ইসলাম পার্টির সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্টের গণপরিষদ এবং সংসদ সর্বস্মতিক্রমে ১৯৫৬ সালের সংবিধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রেখে জাতীয় সংবিধান রচনা করেছিলেন। নেতৃবৃন্দ, দেশের কল্যাণে একইভাবে বর্তমান ১৯৭২ সালের সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার জন্য জাতীয় কল্যাণে উদ্বেগ গ্রহণ করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন