শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ০১ রবিউল সানী ১৪৪৬ হিজরী

সারা বাংলার খবর

পবিত্র আশুরা ৯ আগস্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ৯:০৫ এএম

আগামী ৯ আগস্ট পবিত্র আশুরা পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন জানিয়েছেন, বাংলাদেশের আকাশে শুক্রবার হিজরি মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই মহররম মাস ও নতুন হিজরি বর্ষ-১৪৪৪ আগামীকাল শনিবার ৩১ জুলাই শুরু হচ্ছে ধরে নিয়ে পবিত্র আশুরার তারিখ ৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহম্মেদ, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার এডিসি (সাধারণ) মো. ইলিয়াস মেহেদী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মুহা. আছাদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের উপ-পরিচালক মো. সিরাজুল হক ভুঞা, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মো. শাহরিয়ার হক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতী মুহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ওবাইদুর রহমান ৩০ জুলাই, ২০২২, ১০:০৮ এএম says : 0
তাই মহররম মাস ও নতুন হিজরি বর্ষ-১৪৪৪ আগামীকাল শনিবার ৩১ জুলাই শুরু হচ্ছে ধরে নিয়ে পবিত্র আশুরার তারিখ ৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার ৩০শে জুলাই। আগামীকাল ৩১শে জুলাই রোজ রবিবার। ইংরেজি তারিখ এর সাথে বারের মিল পাচ্ছি না।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন