পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ আক্তার হোসেন নাটোর জেলার সদর উপজেলার আলাইপুর এলাকার বাসিন্দা। শনিবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ছোট সেনভাগ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রতেক্ষদর্শী সুত্রে জানাগেছে, শনিবার দুপুরে নাটোর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ও পুঠিয়া থেকে নাটোরগামী যাত্রীবাহি একটি লেগুনা উক্ত স্থানে পৌছানো মাত্রই মুখোমুষি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লেগুনার যাত্রী আক্তার হোসেন ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। গুরুতর আহত আক্তার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এছাড়াও লেগুনার বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় ভাবে চিকিৎকসা দেওয়া হয়। এ ব্যপারে পবা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, নিহত আক্তার হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের আতিœয় স্বজনেরা আসলে তারা অভিযোগ না করলে লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও থানায় একটি মামলা দায়ের করা হবে বলে এ কর্মকর্তা জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন