শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গৌরীপুরে মোবাইল কোর্টে ১ জনকে কারাদণ্ড প্রদান

গৌরীপুর থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ৪:২৩ পিএম

ময়মনসিংহে গৌরীপুরে ৩০ জুলাই (শনিবার) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে গ্লু/গাম/পেস্টিং জাতীয় বস্তু সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ০১ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা পৌরসভাধীন গোলকপুর এলাকার মোঃ মোন্তাজ আলী ওরফে রাজা মিয়ার পুত্র মোঃ রানা মিয়া (২০) কে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে পাচশত অর্থদন্ড ও অর্থদন্ড অনাদায়ে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাসান মারুফ। তিনি জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহায়তা ছিলেন গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম ও সঙ্গীয় বাহিনী । তিনি জানান গোলকপুর জনৈক আব্দুল আলীর ঘরে মাদক সেবন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন