শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতায় ৮শ জনের বিরুদ্ধে পৃথক তিন মামলা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৬:২৬ পিএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নির্বাচনী

পরবর্তী সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার খাতিবর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৩৫০জনের বিরুদ্ধে একটি,থানার এসআই বিলাস বাদী হয়ে
২০০ জনের বিরুদ্ধে একটি ও এএসআই আহাদ বাদী হয়ে ২৫০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল।
ওসি জানান, ভোটের দিন প্রিজাইডিং অফিসারকে বাধা প্রদান,পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা ও থানা ঘেরাও করায় আলাদা আলাদাভাবে তিনটি মামলা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২৭ জুলাই) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট
কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধা প্রদান করে।

এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুঁড়লে মায়ের কোলে থাকা সুমাইয়া নামে এক শিশু নিহত হয়।
এসময় বিক্ষুব্ধ জনতা প্রিজাইডিং অফিসারসহ পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলাচল বন্ধ করে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে নিহত শিশুর মরদেহ নিয়ে পরিবার ও এলাকাবাসী রাণীশংকৈল থানা ঘেরাও করে।

এ সময় টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন