শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নওগাঁয় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৭:৩০ পিএম

নওগাঁয় বিএনপি'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের লাগামহীন দুর্নীতির কারনে অসহনীয় লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যাবস্থাপনার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার বিকাল সাড়ে চারটা থেকে স্থানীয় নওযোয়ান মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
সমাবেশে জেলা বিএনপি'র সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, সাবেক জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন আহমেদ. রেজাউল ইসলাম রেজু, আমিনুল হক বেলাল, মামুনুর রশিদ রিপন এবং শফিউল আযম ভিপি রানাসহ জেলা কৃষকদল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, স্ফেচ্ছাসেবকদল, মৎস্যজীবি দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় সাবেক এমপি ডাক্তার ছালেক চৌধুরী, আনোয়ার হোসেন বুলুসহ জেলা বিএনপি, জেলার সকল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন