শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপি ড্রাইভার ছাড়া গাড়ি সেই গাড়িতে কেউ উঠবে না

বিশ্বনাথে শোক সভায় আহমদ হোসেন

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৮:০০ পিএম

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আলহাজ্ব পংকি খান সরনে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, বিএনপি ড্রাইভার ছাড়া গাড়ি, সেই গাড়িতে জনগণ উঠবেনা। কারন জনগণ জানে বিএনপির ড্রাইভার নাই, নেতা নাই, খালেদা জিয়া পড়ে গেছে, তারেক জিয়া পলাইছে। এরা আর উঠে দাঁড়াতে পারবেনা। সুখে থাকলে আঙ্গুল চুলকায়। জামাত বিএনপি সুখে থাকতে চায়না। নির্বাচনের রেল গাড়ি তাদেরকে রেখে চলে গেছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে তাদের গাঁ জ্বলে। জামাত বিএনপির দিন শেষ। শেখ হাসিনার বাংলাদেশ। শেখ হানিসা সরকার কাউকে কেয়ার করেন না। আবারও পার্লামেন্ট নেতা হবেন শেখ হানিরা। তাই গাঁ চুলকানি বাদ দিয়ে, প্রতিহিংসা ছেড়ে জনগণের পাশে থাকেন, দেশকে ভাল ভাসেন।
তিনি বলেন, বিশ্বনাথের শিক্ষা, ক্রীড়াসহ সকল উন্নয়নে তাঁর বলিষ্ট অবদান ছিলো পংকি খানের। পংকি খান বিশ্বনাথকে আলোকিত করতে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। পংকি খানের মৃত্যুতে শোকাহত হয়েছে পুরো উপজেলা। এই শোককে শক্তিতে পরিনত করে উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে কাজ করে যেতে হবে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনর।
শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলীর যৌথ পরিচালনায় শোকসভায় আরও বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমছু মিয়া, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, মহানগর কৃষকলীগের সহ-সভাপতি শেখ আজাদ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, রামসুন্দর সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, প্রাইমারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌছ আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশিদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন পংকি খানের সহোদর ফিরোজ খান।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব ও গীতাপাঠ করেন লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য।
এসময় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন