মার্কিন বিমান বাহিনী এবং নৌ বাহিনীর কয়েক শ’ যুদ্ধবিমানকে উড্ডয়ন নিষিদ্ধের আওতায় আনা হয়েছে। এসব বিমানে পাইলট এজেক্ট করার সিস্টেমে ত্রুটি ধরা পড়া পর এই ব্যবস্থা নেয়া হয়েছে। নৌ বাহিনী তাদের অজ্ঞাত সংখ্যক এফএ ১৮ হর্নেট, এফএ ১৮ ই এফ সুপার হর্নেট, ইএ১৮ জি যুদ্ধবিমান, জি ৪৫ গোসহক এবং এফ ৫ টাইগার টু ট্রেনিং বিমান উড্ডয়ন নিষিদ্ধের আওতায় আনার পর বিষয়টি সর্বপ্রথম প্রকাশ্যে আসে। শুক্রবার বিষয়টি নিয়ে মিলিটারি ডট কম ওয়েবসাইট প্রতিবেদন প্রকাশ করে। মার্কিন যুদ্ধবিমানে ইজেকশন সিট নির্মাণ করে থাকে বৃটেনভিত্তিক মার্টিন বেকার কোম্পানি। এই কোম্পানি মার্কিন যুদ্ধবিমান এবং বিদেশি বিমানের জন্য ইজেকশন গিয়ার তৈরিতে বিশেষভাবে পারদর্শী। কোম্পানিটি মার্কিন যুদ্ধবিমানের যেসব ইনজেকশন সিট নির্মাণ করেছে তার অনেকগুলো এখন ঠিকমতো কাজ করছে না যেগুলো পুনঃস্থাপন করা দরকার। মার্কিন বিমান বাহিনী শুক্রবার এক বিবৃতিতে বলেছে, সমস্ত এফ-৩৫ ফাইভ এ লাইটিং টু বিমানের মার্টিন বেকার ত্রুটিযুক্ত হওয়ায় উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। মিলিটারি ডট কম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন