প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ উপেক্ষা করে বিএনবিসি ২০২০-এ সংযোজিত ধারা-উপধারাসমূহ সংশোধন করাসহ ৪ দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ। গতকাল রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় পরিষদের ব্যানারে ঢাকা ও পার্শ্ববর্তী জেলা থেকে প্রায় ৩ সহস্রাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ঘোষণা করা হয় এ সমাবেশের পরও যদি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনা অনুযায়ী ৪ দফা দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আগামীতে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তাদের অন্যান্য দাবিগুলো হলো; প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ও নির্দেশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণসহ পেশাগত সমস্যা এবং বেকারদের কর্মসংস্থান ও প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী পদবী ও সম্মানজনক ন্যূনতম বেতন প্রদান করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে ২০০০ সাল থেকে চালু ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাস করে ৩ বছরে রূপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ করতে হবে এবং এ লক্ষ্যে গঠিত কমিটি বাতিল করতে হবে। শিক্ষকদের পদোন্নতি, পলিটেকনিক, টিএসসি, টিটিসি ও এসএসসির (ভোক) সমস্যার সমাধান, সিলেকশন গ্রেড প্রদান, স্টেপ শিক্ষকদের নিয়মিতকরণ এবং ছাত্র - ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও সমাবেশে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ উপেক্ষা করে বিএনবিসি ২০২০- এ সংযোজিত ধারা-উপধারাকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ করা হচ্ছে বলে ঘোষণাপত্র পাঠ করা হয়।
সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. ফজলুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খবির হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন