শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লৌহজংয়ে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির সূচনা

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ৪:৫৮ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শোকাবহ আগস্ট উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির সূচনা করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঘোড়দৌড় বাজারে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, উপদেষ্টা রফিকুল ইসলাম ঢালী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নূরনবী মোস্তাকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন