শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ভর্তিযোদ্ধাদের অভিভাবকরা সতর্ক হোন

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:১৮ এএম

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রতি আসনের বিপরীতে অংশ নেয় আসন সংখ্যার হাজার গুণ বেশি পরীক্ষার্থী। তাই আসন সংখ্যার বেশি যোগ্য পরীক্ষার্থী থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না। তাই আসন সংখ্যার সীমাবদ্ধতার কাছে হেরে যেতে হয় অনেক পরীক্ষার্থীকে। কিন্তু প্রত্যেক পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বপ্ন থাকে আকাশচুম্বী। তাদের শ্রম ও ব্যয়ও কম নয়। এর ফলে এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় অসুস্থ প্রতিযোগিতায় ভর্তি যুদ্ধে ব্যর্থতা প্রায়শই তাদের হতাশার মুখে ঠেলে দেয়। এই সময়ে ভর্তি যোদ্ধাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। কেননা, পারিবারিক সমর্থন তাদের সবচেয়ে বেশি সাহস, প্রেরণা ও আত্মবিশ্বাস যোগায়। পিতা-মাতাদের ও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কটূক্তি সহ্য করতে হয়। কিন্তু ভুলেও রাগে বা কষ্টে ব্যর্থ ভর্তি যোদ্ধাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি আসন কখনোই একটি জীবনের চেয়ে বেশি নয়। তাই তাদের সফলতার বিকল্প পথে অনুপ্রাণিত করুন।

আফিয়া সুলতানা একা
পূর্বধলা, নেত্রকোণা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন