বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা বাজারে ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু হত্যা মামলার আরো ৩ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রোববার যশোরের মনিরামপুর ও ঝিকরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত ৩টি গাছি দা, অবিস্ফোরিত ৩টি ককটেল সাদৃশ্য কৌটা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী ডিবির কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করে মনিরামপুর ও ঝিকরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তারা তাকে কুপিয়ে হত্যা করে।
গত ২১ জুলাই রাতে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা বাজারস্থ ভাই ভাই ফার্নিচারের দোকানের সামনে কতিপয় সন্ত্রাসী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাগআচঁড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আশানুর জামান বাবলুকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন