শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের কেন্টাকির বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ।
বন্যার পানিতে শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ডুবে গেছে। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্তত ১২ হাজারের বেশি পরিবার। রাস্তাঘাট, সেতু এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতি মেরামতে কয়েক লাখ ডলার খরচ হবে বলে জানান কেন্টাকির গভর্নর। বন্যার পানিতে শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ডুবে গেছে
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড ও পুলিশ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নৌকার পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৩০০ জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বন্যাকে ‘বড় দুর্যোগ’ বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি কেন্দ্র থেকে সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন