সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকা থেকে বরিশাল আসার পথে এমভি সুন্দরবন-১১ ডুবো চড়ায়

যাত্রীদের উদ্ধার করে বরিশালে নিয়ে আসা হয়েছে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১০:১৬ এএম | আপডেট : ১:৪৫ পিএম, ৩ আগস্ট, ২০২২

যাত্রী সংকটের মধ্যেই ঢাকা থেকে বরিশালগামী বৃহত্বর যাত্রীবাহী নৌযান ‘ এমভি সুন্দরবন-১১’ চাঁদপুরের উজানে পশ্চিম মোহনপুর এলাকার নদীতে ডুবো চড়ায় আটকা পরলে গভীর রাতে ৫ শতাধিক যাত্রীকে অন্য নৌযানে বরিশালে পাঠান হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে এ রুটের অন্য বৃহত নৌযান ‘ এমভি সুরভীÑ৭’ তার নিজস্ব যাত্রী সহ সুন্দরবন-১১’র যাত্রীদের নিরপদে বরিশাল বন্দরে পৌছে দিয়েছে।

মঙ্গলবার রাত ৯টার পরে ঢাকা থেকে ৫ শতাধিক যাত্রী নিয়ে রওয়ানা হয়ে রাত ১১টার দিকে মোহনপুর অতিক্রমকালে সুন্দরবন-১১ ডুবো চড়ায় আটকে যায়। অনেক চেষ্টা করেও নৌযানটি উদ্ধারে ব্যার্থ হয়ে কাপ্তেন অন্য নৌযানের সহায্য চায়। এসময় ঢাকাÑবরিশাল নৌপথের অপর যাত্রীবাহী নৌযান ‘ এমভি সুরভীÑ৭’ এগিয়ে এসে সুন্দরবন-১১’র সব যাত্রীকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে রওয়ানা হয়ে বুধবার ভোর ৫টার পরে বরিশাল বন্দরে নোঙর ফেলে।

সুন্দরবন-১১’র সব যাত্রী নিরাপদে বরিশালে পৌছেছেন বলে বিআইডবিøউটিএ’র বন্দর ও নৌ নিরাপত্তা পরিদপ্তরের কর্মকর্তাগন জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সুন্দরবন-১১’কে ডুবো চড়া থেকে মূল চ্যানেলে সরিয়ে নেয়া সম্ভব হয়নি। নৌযানটির কাপ্তেন ভরা জোয়রের অপেক্ষা করছেন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন