শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজবাড়ীতে এক মাসে ৭১ টি মামলা, ৪ লক্ষ টাকার মাদকদ্রব্য উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

রাজবাড়ী সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ২:১৯ পিএম

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জুলাই মাসে অভিযান চালিয়ে ৭১টি মামলা দায়ের করেছে। অভিযানে ৩লক্ষ ৯১ হাজার ৯০০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান বলেন, গত জুলাই মাসে জেলার ৫টি উপজেলাতে ১২৬টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭১টি মামলার মধ্যে ৭টি নিয়মিত মামলা ও ৬৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২০ গ্রাম হেরোইন, ১৮৬০ গ্রাম গাঁজা, ২৩৫ বোতল ফেন্সিডিল, নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্যে ৩লক্ষ ৯১ হাজার ৯০০ টাকা।
তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মাদক উদ্ধার করা সহ মাদকসেবী ও ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন