বুধবার ০৯ অক্টােবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ০৫ রবিউস সানী ১৪৪৬ হজিরী

সারা বাংলার খবর

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ৬:১৭ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি ৬ ব্যাটলিয়নের সদস্যরা। আজ বুধবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ইউএস ডলার গুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক পিএসসি এদিন বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, তারই নির্দেশনায় ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ীর বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির ও টহল কমান্ডার নায়েক ফারুক হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫ নম্বর খুঁটি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিলে একজন অজ্ঞাত ব্যক্তি একটি ব্যাগ বহন করে নিয়ে যাওয়ার সময় সেটা ফেলে পালিয়ে যায়। বিজিবি সশস্ত্র টহল দল চোরাকারবারীকে ধাওয়া করে তাকে আটক করতে ব্যার্থ হয়। এ সময় চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী চালিয়ে সেখান থেকে কাগজের ৮টি প্যাকেট মোড়ানো ডলার গুলো পাওয়া যায়। প্রতিটি প্যাকেট থেকে ১০০ ইউএস ডলারের ১০০টি নোট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দর্শনা থানায় মামলা ও উদ্ধার করা ইউএস ডলার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে তিনি জানান।।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন