শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষক খুন

শেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১২:২৭ এএম

শেরপুর সদরে জমি নিয়ে বিরোধে এক কৃষক খুন হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক শাহজাহান মিয়া নলবাইদ সোনালীবন্দর গ্রামের মৃত শামসুল মুন্সির ছেলে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, শেরপুর সদরের চরমুচারিয়া ইউনিয়নের নলবাইদ সোনালিবন্দের কৃষক শাহজাহানের সাথে দুই শতাংশ জমি নিয়ে প্রতিবেশী হানিফ মিয়ার ছেলে মামুনদের বিরোধ চলে আসছিলো। ওই বিরোধপূর্ণ জমিতে কৃষক শাহজাহান আলী জমি চাষ দিতে যায়। এসময় প্রতিপক্ষ মামুন, মোস্তফা নায়েব আলী মুন্সিসহ তাদের লোকজন শাহজাহান আলীকে প্রথমে বাধা দেয় এবং পরে পিটিয়ে ঘটনাস্থলেই খুন করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ