শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অবশেষে শিক্ষার্থীর ওড়না টানাকে কেন্দ্র করে থানায় সমঝোতা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৬:৫৫ পিএম

একদল বখাটে ছেলে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের ওড়না টেনে ধরে। এ ঘটনাটিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতরা রাণীশংকৈলসহ ঠাকুরগাঁও- দিনাজপুর হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ ইউনিয়নের করনাইট ও আলশিয়া গ্রামে।

অবশেষে থানা অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল ও চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেনের নেতৃত্বে ৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় থানা চত্বর গোলঘরে উভয় পক্ষদ্বয়ের সাথে কথা বলে বিচার বিশ্লেশন করে বকাটে ছেলেদের মুচলিকা নিয়ে অভিভাবকদের সতর্ক করে দেন।

এসময় আ'লীগের সম্পাদক তাজউদ্দীন আহমদ, নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বারি,
শিক্ষক সমিতির সভাপতি রুহুল মাস্টার, প্রধান শিক্ষক হামিদুর রহমান, সমাজ সেবক সইদুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৯ জুলাই আলশিয়া ভকরগাঁও একতা উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে ভকরগাঁও বড় ব্রীজের উপর কুমরগঞ্জ করনাইট এলাকার বকাটে ৫-৭ জন যুবক শিক্ষার্থীদের ওড়না টেনে ধরে।
খবর পেয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক হামিদুর রহমান বাদী হয়ে বকাটে যুবকদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ওসি বলেন, তাদের এবার মুচলিকা নেয়া হয়েছে। এর পরে এধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আইনে মামলা দেওয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন