শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঘোষণা ছাড়াই বাস বন্ধ ময়মনসিংহ-সিলেটে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১০:১৩ এএম

ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে থেকে সিলেটে কোনো ঘোষণা ছাড়াই গত চার দিন ধরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

সিলেট মালিক সমিতির নতুন বাস নামানোকে কেন্দ্র করে গত ২ আগস্ট থেকে বাস চলাচল করেছে না। কোনো ধরনের ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় কাউন্টারে গিয়ে বিপাকে পড়ছেন যাত্রীরা।

ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান শুক্রবার রাত সোয়া ১১টায় বাস বন্ধের তথ্য নিশ্চিত করেছেন।

আরাফাত নামে এক যাত্রী বলেন, ‘গত চার দিন ধরে সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে, অথচ আমরা সাধারণ যাত্রীরা কিছুই জানি না। শুক্রবার বিকেলে সিলেটের টিকিট কাটতে কাউন্টারে এসে জানতে পারছি বাস চলাচল বন্ধ। টিকিট না পেয়ে বাড়িতে ফেরত গেছি।’

শেখ সাদি নামে আরেক যাত্রী বলেন, ‘সিলেটে আমার ফুফু গুরুতর অসুস্থ। তাকে দেখতে যেতে হবে। ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ থেকে বৃহস্পতিবার সকালে টিকিট কাটতে গিয়েছিলাম শহরের সিলেট বাস কাউন্টারে। কিন্তু ম্যানেজার জানিয়েছে সিলেটে কোনো বাস ছেড়ে যাবে না। আমরা চরম ভোগান্তিতে পড়লেও তাদের কিছুই করার নেই বলে জানিয়েছে।’

ময়মনসিংহ মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, ‘নেত্রকোনা জেলায় চলাচলের জন্য গত ২ আগস্ট সিলেট মালিক সমিতির দুইটি বাস নামিয়েছে। কিন্তু নেত্রকোনা মালিক সমিতি এ বাস দুটি চলাচল করতে দিবে না বলে জানায়। কিশোরগঞ্জ মালিক সমিতিও নেত্রকোনা মালিক সমিতির সঙ্গে ঐক্যবদ্ধ হয়। এতে ক্ষিপ্ত হয়ে সিলেট মালিক সমিতি ময়মনসিংহ-সিলেট সড়কে তাদের সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন