শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নবাবগঞ্জ বজ্রপাতে কৃষকের মৃত্যু!

বিরামপুর( দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ৫:০৩ পিএম

আজ শনিবার সকালে পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ করার সময়

বজ্রপাতে রবিন সরেন (৩৮) পিতা বাবুরাম সরেন নামের এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়।

গোলাপগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুল কবির রাজু জানান, উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া গ্রামে বৃষ্টির মধ্যে আমন ক্ষেতে ঐ আদিবাসী কৃষক জমিতে চাষ করার সময় বজ্রপাত ঘটে। এ সময় রবিন সরেন নিজে বৃষ্টির মধ্যে পাওয়ার টিলার নিয়ে মাঠে জমি চাষ করছিলেন,হঠাৎ করে বিকট শব্দে তার পাশে বজ্রপাত পড়লে গুরুত্বর আহত হন। মাঠের অন্য চাষিরা ঘটনাটি টের পেয়ে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন