শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝিনাইগাতীতে নৌকা ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:০৭ এএম

শেরপুরের ঝিনাইগাতীতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নৌকা ডুবে রওনক নাহিদ নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টার পর উপজেলার কাঁটাখালি বিলে ঘটনাটি ঘটে। নাহিদ শেরপুর শহরের মামুন মিয়ার ছেলে। সে শেরপুর শহরের আইডিয়াল প্রিপারেটরি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। নিহতের পরিবার ও পুলিশ জানান, রওনক নাহিদ ও তার ৪ বন্ধু মিলে ঝিনাইগাতী উপজেলার কাঁটাখালি ব্রিজে বেড়াতে যায়। পরে বন্ধুরা এক নৌকা ভাড়া করে বিলের মাঝখানে যায়। এক পর্যায়ে নৌকাটিতে পানি উঠতে শুরু করে। এ সময় নৌকার মাঝি দ্রুত নৌকাটি ঘাটে আনার চেষ্টা করে। ঘাটের কাছাকাছি আসলে নৌকাটি ডুবে যায়। ওই পাঁচ বন্ধুর কেউই সাঁতার না জানায় নৌকার মাঝি তাদেরকে দ্রুত উদ্ধার করলেও নাহিদ ততক্ষণে মারা যান।

বাকি ৪ বন্ধুকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের স্বজনরা বাড়িতে নিয়ে যান।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ ব্যাপারে থানায় ১টি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন