একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে থেমে যাওয়ায় দেড় ঘণ্টা বন্ধ ছিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এরপর বিমানটিকে সরিয়ে নিয়ে রানওয়ে চালু করা হয়। বিমানবন্দরের কর্মকর্তারা জানান, গতকাল রোববার বেলা আড়াইটার দিকে রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়। এরপর ৩টা ৪৫ মিনিটে ফের চালু করা হয়। এ সময়ে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল। জানা গেছে, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে অবতরণের পর পার্কিংয়ে নেওয়ার সময় চাকায় সমস্যা দেখা দেয়। পাইলট বিমানটি রানওয়েতে থামিয়ে দেন। এরপর প্রয়োজনীয় মেরামত শেষে সেটি পার্কিংয়ে সরিয়ে নেওয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন