শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ায় মজুদকৃত ১২ হাজার বস্তা সার জব্দ

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বগুড়ায় অবৈধভাবে মজুদ করা ১২ হাজার বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে বগুড়া সদর উপজেলার মঞ্জু করিম ট্রেডার্সের গোডাউন থেকে এ সার জব্দ করা হয়। এসময় অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা এবং দুইটি ট্রাকও জব্দ করা হয়। গোডাউনের মালিক নাজমুল পারভেজ কনক শহরের বড়গোলা এলাকার ব্যবসায়ী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলার ইউএনও সমর কুুমার পাল জানান, বগুড়া সদর উপজেলায় যে সকল সার বিক্রয়কারী ডিলার রয়েছেন তার মধ্যে নাজমুল পারভেজ কনকের নাম নেই। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তার গোডাউনে অভিযান চালানো হয়।
ইউএনও আরও জানান, এই গোডাউনের মালিক সার মজুদ করে বগুড়ার ১২টি উপজেলা এবং নওগাঁর বিভিন্ন এলাকায় সার বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাহারাদার মজিবর জানান, আগে এই গোডাউন খালি ছিল।
গত এক মাস ধরে সার মজুদ করা হচ্ছে। অভিযানে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, এরুলিয়া ইউপি চেয়ারম্যানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন