রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেফতার একই বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান রাজাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিশ^বিদ্যালয় ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৬৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া জলির সাবেক স্বামী গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তানভীর আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. সুলতান-উল-ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে স্বচ্ছতার ভিত্তিতে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়।
সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর আকতার জাহান আত্মহত্যা মামলায় আতিকুর রহমানকে গ্রেফতার দেখায় পুলিশ। সেসময় পুলিশ দাবি করে, আকতার জাহানের সঙ্গে আতিকুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আকতার জাহানের মৃত্যুর ঘটনায় তার সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি চাইলেই আকতার জাহানকে মৃত্যুর হাত থেকে রক্ষ করতে পারতেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন