শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

বিলীন হয়ে যাচ্ছে জমিদার বাড়ি

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাওডাঙ্গা বালারহাট ইউনিয়নে কালের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আজবধি টিকে আছে একটি জমিদার বাড়ি। কিন্তু যতই দিন যাচ্ছে ততই ধ্বংস হতে হতে এখন প্রায় বিলীন হওয়ার পথে। পরিত্যাক্ত এই জমিদার বাড়ির কক্ষগুলো আজকাল মাদকসেবীদের আড্ডাস্থল হয়ে উঠেছে। তাছাড়া জমিদার বাড়ির আশেপাশে গরু ছাগল বেঁধে রাখায় সেখানকার পরিবেশ অপরিচ্ছন্ন হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিমত, ব্রিটিশ আমলের ঐতিহাসিক স্থাপনায় পর্যটন কেন্দ্র গড়ে তুলে সঠিকভাবে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করলে দর্শনার্থীদের ভিড় জমবে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আহ্বান করছি, উক্ত জমিদার বাড়ি রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে।

মুহাম্মদ হাফিজুর রহমান
শাহ্ বাজার, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন