পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে ২০ জেলেসহ দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনায় সিরাজ ও সিদ্দিক নামে দুই জেলে নিখোঁজ রয়েছে। ্এছাড়া অর্ধশতাধিক জেলেসহ ২টি মাছ ধরা ট্রলারের সন্ধান পাওয়া যায়নি ।
কুয়াকাটার আলীপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা জানান, গত মঙ্গলবার ভোর রাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ১২ জেলেসহ এফবি সুজন ও ৮ জেলেসহ এফবি আনোয়ার নামে দুটি মাছধরা ট্রলার ডুবে যায়, পরে এদের ১৯ জেলেকে উদ্ধার করা গেলেও দুইজন জেলেসহ ট্রলার দুটি এবং মাছ ধরা সরঞ্জাম উদ্ধার করা যায়নি। আলীপুর মৎস্য বন্দরের ধুলাসার ফিসের মালিক মো. জাফর জানিয়েছেন, ডুবে যাওয়া ট্রলার দু’টির মধ্যে একটি পটুয়াখালী জেলার রাঙ্গালী উপজেলার এবং অপরটি একই জেলার গলাচিপা উপজেলার। সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় অধিকাংশ মাছধরা ট্রলার তীরে ফিরেছে। বর্তমানে মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর ঘাটে বিভিন্ন স্থানের অন্তত এক হাজার মাছধরা ট্রলার নিয়ে প্রায় ২০ হাজার জেলে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। মহিপুর ও আলীপুর মৎস্য আড়ৎ মালিকসমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। উদ্ধারকৃত জেলেদের মহিপুর স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন