শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

১০ হাজার কর্মী ছাঁটাই করল আলিবাবা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ৩:০৪ পিএম

তিন মাসে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ। কোম্পানিটি জুন পর্যন্ত তিন মাসে ৯ হাজার ২৪১ জনেরও বেশি কর্মীকে বাদ দেয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
দেশের মন্থর অর্থনীতি এবং পণ্য বিক্রি কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুন ত্রৈমাসিকে মোট আয়ের ৫০ শতাংশ কমে যায় আলিবাবার। গত জুনে কোম্পানিটি জানায়, ৫০ শতাংশ কমে তাদের প্রকৃত আয় দাঁড়িয়েছে ২২.৭৪ বিলিয়ন ইউয়ান। অথচ গত বছরের ওই সময়ে আয় ছিল ৪৫.১৪ বিলিয়ন ইউয়ান।
১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা জ্যাক মা’র পর ২০১৫ সালে ড্যানিয়েল ঝাংকে প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ২০১৯ সালে তাঁকে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করার পর কোম্পানিটি একটি বড় ধরনের রদবদলের মধ্য দিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন