শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটের পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ নজর রয়েছে প্রধানমন্ত্রীর- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ৭:১৬ পিএম

করোনা ও বন্যায় সিলেটের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী।

তিনি বলেন- করোনা ও বন্যায় সিলেটের পর্যটন শিল্পের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় লাগবে কিছুটা। আর সিলেটের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করতে বিশেষ নজর রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা এ নিয়ে কাজ করছি।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে সিলেট পর্যটন মোটেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে মন্ত্রী আরও বলেন, বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সিলেটে। ফলে পর্যটন কেন্দ্রে যেতে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ শিল্পের উন্নয়নে একাধিক মন্ত্রণালয় জড়িত। সেকারনে কাজ করতে হবে তাদের সমন্বয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন