গণবাহিনীকে ইঙ্গিত করে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা বঙ্গ বন্ধুর হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছে তাদেরও বিচারের আওতায় আনা হবে।’ শক্রবার সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবী জানান। তিনি আরও বলেন, যারা নৈরাজ্য করবে, উচ্ছৃঙ্খলা করবে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা ঘরে বসে থাকবো না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বীরের জাতি হিসেবে তাদের প্রতিহত করবো। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ছাত্রলীগ মাদারীপুর জেলা শাখার আয়োজনে ও মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হাওলাদার।
মন্তব্য করুন